দেশজুড়ে

মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডাঙ্গা দূর্গাপুর গ্রামে মুন্সি ও গাজী বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফারুক মুন্সির ভাই মিরান মুন্সি ও ইমরান মিয়াকে এলাকার আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে শাহজাহান গাজীর লোকজন মারধর করেন। এ নিয়ে  বৃহস্পতিবার সকালে মুন্সি বংশের লোকজন গাজী বংশের লোকজনের ওপর হামলা করেন। পরে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানান, দুই বংশ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়েরের পর ব্যবস্থা নেয়া হবে। এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর

Advertisement