খেলাধুলা

এস্পানিওলের কাছে রিয়ালের হার

মৌসুমের শুরু থেকেই পয়েন্ট হারানো রিয়াল টানা চার ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এস্পানিওলের মাঠে গিয়ে আবারও হোঁচট খেলো দলটি। স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে গেছে জিদানের দল।

Advertisement

আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে টানা দুবারের চ্যাম্পিয়নরা। এর আগে দলের দুই সেরা তারকা রোনালদো ও বেনজামাকে ছাড়াই মাঠে নামে রিয়াল। ইনজুরির কারণে একাদশে ছিলেন না লুকা মদ্রিচ, টনি ক্রুস ও মার্সেলোরাও। এর প্রভাব ভালোভাবেই দেখা যায় মাঠে। পুরো ম্যাচ জুড়ে এলোমেলো ফুটবল খেলতে থাকে বেল-ইসকোরা।

এরই মধ্যে ম্যাচের অষ্টম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে বেলের হেড হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

ম্যাচের ২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। তবে মোরেনোর শট নাভাসের পায়ে লেগে পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের বাকি সময় রিয়াল এলোমেলো ফুটবল খেলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

Advertisement

বিরতি থেকে ফিরে রিয়াল শিবিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটে সার্জিও গার্সিয়ার শট কর্নারের বিনিময়ে ঠেকান নাভাস। পরের মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুয়ার্তের হেডে বল ক্রসবারের ফিরলে বেঁচে যায় রিয়াল।

আক্রমণের ধার বাড়াতে ম্যাচের ৬৯ মিনিটে ইসকোর পরিবর্তে করিম বেনজেমাকে নামান কোচ। তবে ফরাসি এই তারকাও কোনো সুযোগই তৈরি করতে পারেননি। উল্টো ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে সার্জিও গার্সিয়ার ক্রস ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ তারকা মোরেনো।

এ হারের পরও ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। আর ২৫ ম্যাচে ৬৫ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে বার্সা। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪৯।

এমআর/পিআর

Advertisement