প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ মার্চ) খুলনা সফর করবেন। দেশের বিভাগীয় শহরে সফরের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই সফর করবেন।
Advertisement
খুলনা সফরকালে নগরী ও জেলায় সম্পন্ন হওয়া ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন তিনি।
এ ছাড়া খুলনায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নগরীর সার্কিট হাউস মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সুত্রে জানা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৯ বছরে এই ৪৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও শেষ করা হয়।
Advertisement
খুলনা সড়ক ও জনপথ (সওজ), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), এলজিইডি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ রেলওয়ে, জেলা ক্রীড়া পরিষদ, জেলা পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা ওয়াসা এসব প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এসব বিভাগ নতুন ৫২টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
এফএইচএস/বিএ