আন্তর্জাতিক

ইরানে দুই শতাধিক শিক্ষক গ্রেফতার

ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভরত দুই শতাধিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। কারাগারে আটক শিক্ষকদের মুক্তির দাবিতে বিক্ষোভ করার সময় বুধবার তাদের গ্রেফতার করা হয়। প্যারিস ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অব রেসিস্টেন্স অব ইরান (এনসিআরআই) নামের একটি সংগঠন জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে দুই হাজারের বেশি শিক্ষক ইরানের পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়া তারা গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ জন শিক্ষককে গ্রেফতার করেছে।এসআইএস/পিআর

Advertisement