জাতীয়

আইএস সদস্য হামদানের জামিন আবেদন খারিজ

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)এর সদস্য সন্দেহে আটক বাংলাদেশি বংশোদ্ভুত বিট্রিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদানের জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানিতে আইনজীবী হিসেবে কে ছিলেন তা জানা যায়নি। তবে জামিনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সামিউন রহমানকে গ্রেফতার করা হয়। গত ৭ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আগামী ৩ আগস্ট এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।এফএইচ/এসআইএস/পিআর

Advertisement