খেলাধুলা

ফুটবল দল কাতার যাচ্ছে বুধবার

অনুশীলনের প্রথম ধাপ শেষ করে জাতীয় ফুটবল দল দুই সপ্তাহের জন্য কাতার যাচ্ছে বুধবার। সেখানে অনুশীলনের পাশপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১৪ মার্চ ফিরে এসে ১৯ মার্চ দল যাবে থাইল্যান্ড। সেখানে এক সপ্তাহ অনুশীলনের পাশাপাশি খেলবে দুটি ম্যাচ। এরপর লাওসের পথে উড়াল দেবে ২৫ মার্চ। ২৭ মার্চ লাওসের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে হারের পর এটাই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

Advertisement

অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড কাতার সফরে নিচ্ছেন ২৪ ফুটবলার। যাদের প্রাথমিক তালিকায় রেখে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন শুরু করেছিলেন ওর্ড তাদের মধ্যে থেকে কয়েকটি বড় নাম বাদ দিয়েই তাকে তৈরি করতে হয়েছে কাতারগামী দল। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হোসেন, জুয়েল রানা, ইয়াসিন খান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তকলিস আহমেদ ও মতিন মিয়া।

জাহিদ, জুয়েল রানা ও ইয়াসিনদের নাম প্রাথমিক তালিকায় থাকলেও তারা কেউ ক্যাম্পে যোগ দেননি। অসুস্থতার কারণে বাদ পড়েছেন মতিন মিয়া, পাশবন মোল্লা ও হেমন্ত। পারফরম্যান্স ভালো না থাকায় বাদ পড়েছেন মিতুল হোসেন, মোহাম্মদ আবু জাহেদ, জাবেদ খান, ফজলে রাব্বি, তকলিস ও আরিফ।

বাংলাদেশ ফুটবল দলগোলরক্ষক : মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান জিকু, আশরাফুল ইসলাম রানা।

Advertisement

রক্ষণভাগ : মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন অ্যানি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রহমত মিয়া, নুরুল নাইয়ুম ফয়সাল, সুশান্ত ত্রিপুরা।

মধ্যমাঠ : মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, আলী হোসেন, জামাল ভূঁইয়া, মো. ইব্রাহিম, মো. স্বাধীন, রহিম উদ্দিন, মাসুক মিয়া জনি, আবদুল্লাহ। আক্রমনভাগ : বিপলু আহমেদ, আবু সুফিয়ান সুফিল, জাফর ইকবাল এবং তৌহিদুল আলম সবুজ।

ম্যানেজার : সত্যজিৎ দাস রুপু, প্রধান কোচ : অ্যান্ড্রু ওর্ড, সহকারী কোচ : মাহবুব হোসেন রক্সি, গোলরক্ষক কোচ : জ্যাসন ব্রাউন, ফিটনেস কোচ: মারিও লেমস, ফিজিও : শজিব শামস বকসি, ইন্টারপ্রেটর : অশিক রহমান সিদ্দিকী, কিটম্যান : মো. মহসিন।

আরআই/আইএইচএস/এমএস

Advertisement