আইন-আদালত

রবির ব্যাংক হিসাব জব্দে এনবিআরের আদেশ স্থগিত

কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক হিসাব তিনদিনের জন্য ফ্রিজ (জব্দ) রাখতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

Advertisement

এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবীর লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিবুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

উভয় পক্ষের আইনজীবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়।

এ বিষয়ে এলটিইউ’র কর কমিশনার মতিউর রহমান বলেন, অন্য অপারেটররা নির্ধারিত সময়ে ভ্যাট দিলেও রবি দেয়নি। এ কারণে ‘প্রথম পদক্ষেপ হিসেবে’ এ ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যদিকে রবি আজিয়াটা লিমিটেড বলছে, কর ফাঁকির কোনো ঘটনাই ঘটেনি। তাদের সঙ্গে ‘দীর্ঘদিনের বিরোধের জেরে’ এনবিআর এ ব্যবস্থা নিয়েছে।

Advertisement

এফএইচ/এমবিআর/আরআইপি