চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে হেরে এরই মধ্যে আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে পিএসজি। এরই মধ্যে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদ শুনতে হচ্ছে দলটিকে। ঘরের মাঠে ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না দলটির সেরা তারকা নেইমারের। বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।
Advertisement
নেইমারের ইনজুরি নিয়ে পিএসজি জানায়, তার পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। তবে নেইমারের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে সেটা নিশ্চিত করে জানায়নি পিএসজি।
এদিকে এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত এক মাস বা তার বেশি সময় লাগে। ফলে আগামী ৬ মার্চ ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের।
এর আগে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
Advertisement
এমআর/জেআইএম