একুশে বইমেলা

রাব্বী আহমেদের বইয়ের দ্বিতীয় সংস্করণ

অমর একুশে বইমেলায় কবি রাব্বী আহমেদের প্রথম কবিতার বই ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’র দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। প্রকাশনা সংস্থা চৈতন্য থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

Advertisement

সংস্করণ প্রসঙ্গে রাব্বী আহমেদ বলেন, ‘নতুন করে বইটি করতে গিয়ে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। কিছু কবিতা বাদ দেওয়া হয়েছে, যুক্ত হয়েছে কিছু কবিতা, পাল্টেছে কবিতাক্রম। প্রচ্ছদেও আনা হয়েছে পরিবর্তন।’

তিনি বলেন, ‘২০১৫ সালে বইটি প্রকাশের পর সে বছর মেলাতেই প্রথম মুদ্রণ শেষ হয়। এরপর প্রথম প্রকাশকের সঙ্গে বৈরিতা, নতুন লেখার তাড়না- সবকিছু মিলিয়ে নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়নি।’

১০০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইটি চৈতন্যের ৬০৪-৬০৫ নম্বর স্টল থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া রকমারির মাধ্যমেও সংগ্রহ করার সুযোগ রয়েছে।

Advertisement

রাব্বী আহমেদের প্রকাশিত বইগুলো হচ্ছে- কাচের কুয়াশা (গল্প), প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই (কবিতা), ক্যাডেট রম্য ও প্রাপক পানকৌড়ি (গদ্য)।

এসইউ/জেআইএম