আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ আবারো পেছানো হয়েছে। মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ আগামি ৩ আগস্ট ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলার অন্যতম আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুররি অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেন।এর আগে একই কারণে গত ৬ ও ১৪ জুলাই আলোচিত এই মামলার তারিখ পিছিয়ে আদালত সকল আসামিকে পরবর্তী ধার্য তারিখে হাজির করার আদেশ দিয়েছিলেন। এ নিয়ে মামলার অভিযোগ গঠনের তারিখ তিন দফা পেছানো হলো।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছসহ মোট ১৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ মামলায় মোট ১৪জন আসামি কারাগারে আটক আছেন। বৃহস্পতিবার শুধু মেয়র আরিফ ছাড়া অন্য সবাই আদালতে হাজির ছিলেন।সরকার পক্ষে মামলার আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জাগো নিউজকে জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত চার্জ গঠনের তারিখ ছিল বৃহস্পতিবার। কিন্তু মামলার অন্যতম আসামি সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে হাজির না থাকায় চার্জ গঠন হয়নি। আসামি পক্ষে মামলার শুনানি করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল খালিক ও অ্যাডভোকেট আমিনুর রহমান। ছামির মাহমুদ/এসএস/পিআর
Advertisement