মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘নকিয়া ৮১১০’ মোবাইল ফোন সেটটিকে আবারও ফিরিয়ে আনছে নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নতুন এ ফোনটিতেও স্লাইডিং কভার থাকবে, তবে আনা হয়েছে নতুন ফিচার। যার মধ্যে রয়েছে- ফোর-জি নেটওয়ার্ক সমর্থন, ব্যাক ক্যামেরা ও নতুন অপারেটিং সিস্টেম ইউনওএস।
Advertisement
এক সময় ‘দ্য ম্যাট্রিক্স’ চলচ্চিত্রের কারণে মডেলটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অল্প বাঁকানো বডির কারণে অনেকে একে ব্যানানা ফোনও বলতেন। ফলে এবার নকিয়া ৮১১০ (২০১৭) সংস্করণে কালো রঙের পাশাপাশি রাখা হয়েছে হলুদও।
ফোনটিতে ফোর-জির পাশাপাশি ওয়াই-ফাই এর মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। ফোর-জি হটস্পট হিসেবেও ব্যবহার করা যাবে নকিয়া ৩১১০। টানা ব্যাকআপ দেয়ার জন্য ফোনটিতে থাকছে ১২০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির মূল্য ধরা হয়েছে ৭৯ ইউরো বা ৮ হাজার ১০০ টাকা।
আরএস/জেআইএম
Advertisement