হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার ফুল-ব্যাক নেলসন সেমেডো। জিরোনার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ পায়ে এই চোট পান তিনি।
Advertisement
জিরোনার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই ছিলেন সেমেডো। খেলছিলেনও দুর্দান্ত। ৮৫ মিনিটের মাথায় এসে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে চলে যেতে হয় এই ফুল-ব্যাককে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন সেমেডো। এর মধ্যে ১৪টি খেলেছেন লিগে। দলের লাইনআপের এমন একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারানো বার্সা কোচ আরনেস্তো ভালভার্দের জন্য বড় একটি ধাক্কাই বলা যায়। এখন শুধু রাইট-ব্যাকে তার একটিই অপশন, সার্জি রবার্তো।
ব্যস্ত সূচীর মধ্যে পাঁচ সপ্তাহের জন্য বাইরে থাকলে আটটি ম্যাচ মিস করবেন সেমেডো। এর মধ্যে আগামী রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আর দিন দশেক পর নু ক্যাম্পে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচটিও রয়েছে।
Advertisement
এমএমআর/পিআর