দেশজুড়ে

নেত্রকোনা পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা

নেত্রকোনা পৌর এলাকার বেশিরভাগ রাস্তা ভাঙা হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে এ সকল রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা দায় হয়ে পড়ে। আর এ বেহাল দশার কারণে পৌর নাগরিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১৮৮৭ সালে নেত্রকোনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১২৮ বছর পেরিয়ে গেলেও পৌর নাগরিকরা পৌরসভার কাছ থেকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না। নেত্রকোনা পৌরসভা তৃতীয় শ্রেণির পৌরসভা থেকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদুরপ্রসারী পরিকল্পনার অভাবে নেত্রকোনা পৌরসভা আজো পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠছে না। ১২৮ বছরে পৌর এলাকায় জনসংখ্যা ও যানবাহন বহুগুণ বৃদ্ধি পেলেও সেই তুলনায় পরিকল্পিত রাস্তাঘাট বৃদ্ধি পায়নি। আগে থেকেই যে সকল সরু রাস্তাঘাট রয়েছে, সেগুলোও  নিয়মিত সংস্কার কিংবা মেরামত না করায় ক্রমান্বয়ে পিচ, পাথর ও সুড়কি উঠে গিয়ে বিভিন্ন স্থানে ভঙ্গুর দশা দেখা দিয়েছে। প্রাথমিক অবস্থায় রাস্তাগুলো সংস্কার না করায় ছোট বড় অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে। নেত্রকোনার প্রধান সড়কটি (কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে মোক্তারপাড়া হয়ে রাজুর বাজার পর্যন্ত) পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের নিকট হস্তান্তর করার পর ২ বছর আগে সড়কটি সংস্কার করলেও এখন সড়কের অবস্থা একবারে নাজুক। সড়কের সকল অংশ থেকেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় পানি জমে সড়কের অবস্থা আরো করুণ আকার ধারণ করেছে। এছাড়া জেলা শহরের সাতপাই, নাগড়া, ইসলামপুর, কাটলী, জয়নগর, আনন্দবাজার, মইনপুর, বড় বাজার, অজহর রোড, মালনী রোড, স্টেশন রোড, চানখার মোড়, নিউটাউন, উকিলপাড়া, আরামবাগ, ব্রজেন্দ্র রোড, রামকৃষ্ণ মিশন রোড, গাড়া রোড, আবু আব্বাস রোড, বঙ্গবন্ধু রোড, ধারিয়া, খতিবনগুয়া, বলাইনগুয়া রোডসহ বেশিরভাগ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলের সমস্যা হওয়ায় দীর্ঘ যানজট লেগে আছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগী লোকজন এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব ও অত্যন্ত নিন্মমানের কাজকেই দায়ী করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’র ফেলো প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল জাগো নিউজকে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য নগরী গড়তে হলে পৌর কর্তৃপক্ষকে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য সবার আগে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার করতে হবে। পৌর নাগরিক সেবা বৃদ্ধি করতে হবে। তিনি অবিলম্বে ভঙ্গুর রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবি জানান।        নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় জাগো নিউজকে বলেন, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ কোটি টাকা ব্যয়ে শিগগিরই পৌর সভার প্রধান প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। আগামী পৌর নির্বাচনের আগেই রাস্তাঘাটের কাজ শেষ হবে।  কামাল হোসাইন/এসএস/পিআর

Advertisement