বহুদিনের খননকাজ শেষে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় দেশটির মিনয়া শহরের কাছে দুই হাজার বছরের বেশি পুরনো একটি কবরস্থানের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।
Advertisement
যে স্থানটিতে বিশাল এই কবরস্থানটির সন্ধান পাওয়া গেছে ওই স্থানটিতে আগেও ফারাওদের শেষ যুগের ও টলেমিক রাজবংশের সমাধি পাওয়া গেছে।
প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-এনানি বলেছেন, বিশাল এই সমাধিক্ষেত্রটি থেকে একটি সোনার তৈরি মুখোশ, ৪০টি পাথরের কফিন ও ১ হাজার মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিগুলোর বেশ কয়েকটিতে প্রাচীন যুগের পুরোহিত, মৃৎপাত্র, গয়না এবং অন্যান্য জিনিসপত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এ সমাধিক্ষেত্রটি খুঁজে পাওয়াকে আরও বড় কিছু আবিষ্কারের শুরু বলে মনে করছেন খালেদ আল-এনানি।
Advertisement
প্রত্নতাত্ত্বিক মিশনের প্রধান মোস্তফা ওয়াজিরি জানিয়েছেন, এ পর্যন্ত আটটি সমাধি পাওয়া গেছে। শিগগিরই আরও সমাধি পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
২০১১ সালে মিশরের দীর্ঘদিনের স্বৈরশাষক হোসনি মোবারকের পতন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় দেশটির পর্যটন খাত যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, নতুন এ আবিষ্কার ওই ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইউএসএ টুডে।
এনএফ/জেআইএম
Advertisement