সাহিত্য

দিল্লিতে বাংলা সাহিত্য উৎসব

বাংলা সাহিত্যের আসর বসেছিলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। গত ১৯-২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয় ‘বাংলা সাহিত্য উৎসব-২০১৮’। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জাকির হুসেন সান্ধ্য কলেজের বাংলা বিভাগ এই উৎসবের আয়োজন করেছিল। উৎসবের ব্যবস্থাপনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি মুহম্মদ ইউনুস।

Advertisement

প্রথম দিন উৎসবের সূচনা করেন আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পি সি পট্টনায়ক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ কুমার দাস। ইউনুসের গল্প সংগ্রহ ‘মোহসূত্র’ এবং রূপকুমার আরির ‘স্বাধীনতা পরবর্তী দিল্লির বাংলা সাহিত্যচর্চা’ বই দুটিরও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ভাষণ দেন শর্মিষ্ঠা সেন এবং বিতান চক্রবর্তী। সাম্প্রতিক বাংলা সাহিত্য নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনেও যথেষ্ট ভিড় চোখে পড়ে। ওই দিন পারমিতা ভৌমিকের ‘শূন্যের কাছে স্বীকারোক্তি’ গ্রন্থ সম্পর্কিত আলোচনায় যোগদান করেন অধ্যাপক দিলীপ কুমার বসু। বিতান চক্রবর্তীর ‘অভিনেতার জার্নাল’ নিয়ে আলোচনা করেন প্রখ্যাত অধ্যাপক নবেন্দু সেন। সঙ্গে বিশেষ চমক ছিল বিশিষ্ট বাঙালিদের সম্মাননা জ্ঞাপন। অধ্যাপক জয়ন্তী চট্টোপাধ্যায়, বেঙ্গল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত এবং অধ্যাপক দিলীপ বসুকে তাদের বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ‘২০১৮ সম্ভাবী সম্মান’-এ ভূষিত করা হয় সাহিত্যিক নবেন্দু সেনকে। এ ছাড়াও দিল্লির নবীন-প্রবীণ কবিদের স্বরচিত কবিতাপাঠের আসরও বসে সে দিন।

এআরএস/জেআইএম

Advertisement