ইতালি প্রবাসী মোজাম্মেল হক পাটওয়ারী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। রোববার বাংলাদেশের একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ৩ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
Advertisement
তিনি গত সপ্তাহে ইতালি থেকে মাতৃভূমিতে যান। হঠাৎ পেটে ব্যাথাজনিত কারণে নিউরোসাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর মতাদর্শে বিশ্বাসী ছিলেন।
মোজাম্মেল হক সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ অঙ্গ সংগঠনের নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোজাম্মেল হকের অকাল মৃত্যুতে আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস জাসদ (আম্বিয়া-প্রধান) সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুট্টো, যুবলীগ দফতর সম্পাদক সোহেল বকসী, ইতালি বিএনপি সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, চাঁদপুর জেলা সমিতিসহ অন্যান্য আঞ্চলিক সমিতির নেতারা শোক প্রকাশ করেন।
Advertisement
এমআরএম