নতুন মৌসুম সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আয়ারল্যান্ডের রায়ান নর্থমোরকে বিদায় করে দেয়ার পর একজন বিদেশি কোচই খুজছিল ক্লাবটি। অনেক বায়োডাটা থেকে শেষ পর্যন্ত সাইফ বেছে নিয়েছে স্টুয়ার্ট হল নামের এক ইংলিশ কোচকে।
Advertisement
নতুন এই কোচকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সাইফ। তিনি কাজ শুরু করবেন ১৫ এপ্রিল থেকে। ক্লাবের সিনিয়র দলের পাশপাশি যুব দল নিয়েও কাজ করবেন তিনি। ৫৬ বছর বয়সী এ কোচের দক্ষিণ এশিয়াতেও কাজ করার অভিজ্ঞতা আছে। ২০০৭-২০০৯ পর্যন্ত ভারতের সুপার লিগ ক্লাব পুনে এফসির প্রধান কোচ ছিলেন তিনি। ইংল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তানজানিয়া, কেনিয়ায় কাজের অজ্ঞিতাও রয়েছে স্টুয়ার্টের।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা ক্লাবটি এ মৌসুমে শক্তিশালী দলই গঠন করেছিল। তাদের চোখ ছিল শিরোপায়; কিন্তু শেষ পর্যন্ত তারা লিগ শেষ করেছে চারে থেকে। এর আগে তিন বিদেশি কোচ সার্বিয়ান নিকোলা কাভাজোভিক, বৃটিশ কিম গ্র্যান্ট, আয়ারল্যান্ডের রায়ান নর্থমোরকে নিয়োগ দিয়েও সাফল্য পায়নি তারা।
আরআই/আইএইচএস/আরআইপি
Advertisement