অমর একুশে গ্রন্থমেলায় গত ২৫ দিনে সর্বমোট চার হাজার ১৭টি নতুন বই এসেছে। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। যার মধ্যে শুধু আজ মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ১০৭টি। এসব বইয়ে পাঠকদের আগ্রহীও বেশ। তারা বেচে বেচে কিনেছে প্রিয় লেখকের বইসমূহ।
Advertisement
নতুন আসা বইসমূহের মধ্যে রয়েছে- গল্প ৬০২টি, উপন্যাস ৫৭৩টি, প্রবন্ধ ২২৭টি, কবিতা ১ হাজার ২৮২টি, গবেষণা ১০৮টি, ছড়া ৯৬টি, শিশুতোষ ১১৩টি, জীবনী ৯৪টি, রচনাবলি ১৫টি, মুক্তিযুদ্ধ ৭৬টি, নাটক ২১টি, বিজ্ঞান ৬৩টি, ভ্রমণ ৮৪টি, ইতিহাস ১০৪টি, রাজনীতি ১৭টি, চিকিৎসা/স্বাস্থ্য ৩১টি, রম্য/ধাঁধা ১৯টি, ধর্মীয় ২১টি, অনুবাদ ৩৬টি, অভিধান ৭টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ৪৮টি, অন্যান্য ৩৮০টিসহ সর্বমোট চার হাজার ১৭টি।
এমএইচ/এএসএস/জেএইচ/জেআইএম
Advertisement