খেলাধুলা

সাকিবকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন ম্যাক্সওয়েল

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে সাকিব আল হাসানের লড়াইটা বেশ জমে উঠেছে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন একবার এ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এরপর তাকে পেছনে ঠেলে শীর্ষে উঠেছিলেন সাকিব। মাঝে আরও একবার সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু সাকিবকে খুব বেশি দিন পেছনে রাখা যায়নি। আবারও উঠেছিলেন শীর্ষে।

Advertisement

সর্বশেষ তৃতীয়বারেরমত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সাকিবের দুর্ভাগ্য, হাতের ইনজুরির কারণে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারেননি। খেলতে পারলে হয়তো ম্যাক্সওয়েল এবারেরমত তাকে পেছনে ফেলতে পারতো না।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে ট্রান্স তাসমান ত্রিদেশীয় সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল ২৩৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৩ উইকেট। এ কারণেই মূলতঃ সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠতে পারলেন অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট এখন ৩৯৬। অন্যদিকে সাকিবের রেটিং পয়েন্ট ৩২৬। ২৯২ পয়েন্ট নিয়ে তৃতীয় রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

ওয়ানডের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠেছেন আফগানিস্তানের বিস্ময়কর লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।

Advertisement

আইএইচএস/জেআইএম