খেলাধুলা

উইকেট শূন্য মোস্তাফিজ, লাহোরের দ্বিতীয় হার

পাকিস্তান সুপার লিগে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে জ্বলে উঠতে পারলেন না মোস্তাফিজ। প্রথম ম্যাচে দুই উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে থাকলেন উইকেট শূন্য। তার দলও পেল টানা দ্বিতীয় হারের স্বাদ। মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৯ উইকেটে হারায় মোস্তাফিজের লাহোরকে।

Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লাহোরের দুই ওপেনার ম্যাককালাম ও নারিন ৪৬ রানের জুটি গড়েন। নারিন ১০ বলে ২৮ রান করেন নারিন আর ম্যাককালামের ব্যাট থেকে আসে ৩০ রানে।

দুই ওপেনারের বিদায়ের পর থেকেই বিপদে পড়ে লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট হারানো লাহোরের দলীয় ১০৬ রানের মাথায় দলের নবম উইকেটের পতন হয়। শেষ দিকে পাকিস্তানি পেসার সোহেল আখতারের ২৭ বলে ২০ রানের সৌজন্যে ১১৯ রান করে লাহোর।

১২০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন ও আসাদ শফিক উদ্বোধনী জুটিতেই তোলেন ৯২ রান। সাজঘরে ফেরার আগে ৪২ বলে ৫টি করে ছক্কা ও চারে ৬৬ রান করেন ওয়াটসন।

Advertisement

এরপর শফিক ও উমর আমিন সহজেই ১২০ রানের লক্ষ্যে দলকে পৌঁছে দেন। এদিন ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোস্তাফিজ।

এমআর/পিআর