দেশজুড়ে

কাওড়াকান্দি ঘাটে বেড়েছে ঢাকামুখো যাত্রীদের ভিড়

বেলা বাড়ার সাথে সাথে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখো যাত্রীদের ঢল। ঈদ শেষে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানী ঢাকাতে ছুটছেন দক্ষিণাঞ্চনের ২১ জেলার হাজার হাজার মানুষ। দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা অভিযোগ করে জানান, সকাল থেকে ফেরি, স্পিডবোট ও লঞ্চে যাত্রীদের চাপ বাড়ছে। ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে বেশি। পদ্মা কিছুটা উত্তাল থাকায় পারাপারের ক্ষেত্রে লঞ্চ ও স্পিডবোটের চেয়ে ফেরিতে নদী পারাপারে ঝুঁকি কম। এই কারণে ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে বলে দাবি করেন বিআইডব্লিউটি এর কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তারা। অপরদিকে, স্পিডবোটে দেড়`শ টাকার স্থলে দুই’শ টাকা ভাড়া নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। শিমুলিয়া থেকে যাত্রী শুন্য আসার অজুহাতে স্পিডবোট ভাড়া বাড়ানো হয়েছে বলে মালিক সমিতি দাবি কেিছেন। প্রত্যেক স্পিডবোট যাত্রী লাইফ জ্যাকেট পড়তে বাধ্য হচ্ছেন। লঞ্চগুলোতে লোড মার্ক অনুযায়ী যাত্রী নিচ্ছে। সকল ঘাট,পল্টুন ও মহাসড়কে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীরে সদস্য মোতায়েন রয়েছে। কাওড়াকান্দি স্পিডবোট ঘাটের ইজারাদার আবদুল হাই শিকদার জানান, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে এবার ছোট-বড় ১৮ টি ফেরি, ৮৪ টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। এদিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা নদী পারি দিতে দেখা গেছে। আবার অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এখন পর্যন্ত বাড়েনি যানবাহেনর চাপ। ফলে যাত্রীরা নির্বিঘ্নে কাওড়াকান্দি ঘাটে পৌঁছে পদ্মা নদী পারাপার হচ্ছেন।কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ঘাট এলাকায় যানবাহনের তেমন কোনো চাপ নেই। তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও যানবাহন সংকটে ভুগছে ফেরিগুলো। হয়তো বিকেল নাগাদ এর চাপ কিছুটা বাড়তে পারে।একেএম নাসিরুল হক/এসএস/পিআর

Advertisement