দেশজুড়ে

ঢাকা-ঈশ্বরদীর সঙ্গে সিরাজগঞ্জের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-ঈশ্বরদীর সঙ্গে সিরাজগঞ্জের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। সিরাজগঞ্জ বাজার স্টেশন মাস্টার আজাহার আলী জানান, ঢাকা থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রায়পুর স্টেশনে পৌঁছালে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে এই রেলপথ দিয়ে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনটি উদ্ধার করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন তলব করা হতে পারে। তবে কত সময়ের মধ্যে ইঞ্জিনটি উদ্ধার করা হতে পারে তা তিনি জানাতে পারেননি। উল্লেখ্য, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌঁছে পুনরায় ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে ঈশ্বরদীগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। বাদল ভৌমিক/এসএস/পিআর

Advertisement