সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিক বার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি জানান।
মানববন্ধনে কৃষিবিদ আমিনুর রহমান অমিত, কৃষিবিদ হুজ্জাতুল ইসলাম, কৃষিবিদ কামরুল হাসান কামু, কৃষিবিদ আশরাফুল আলম, কৃষিবিদ হাতেম আলী, কৃষিবিদ মেহেদি হাসান রাতুল, কৃষিবিদ মাহমুদুর রহমান, কৃষিবিদ খান কৃষিবিদ আসিফ তপু, কৃষিবিদ হুজ্জাতুল ইসলাম ও কৃষিবিদ মাহমুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
Advertisement
মো. শাহীন সরদার/এএম/আরআইপি