খেলাধুলা

গার্দিওলার ব্যক্তিগত বিমানে পুলিশের তল্লাশি

অনুমতি না নিয়েই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ব্যক্তিগত বিমানে তল্লাশি চালিয়েছে স্প্যানিশ পুলিশ। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে পৌঁছানোর পর গার্দিওলার বিমান আটকে দেয় তারা। পুলিশের সন্দেহ ছিল, স্পেন থেকে নির্বাসিত কাতালুনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজমেন্ট ম্যানসিটি কোচের বিমানে থাকতে পারেন।

Advertisement

গার্দিওলার প্রতি স্প্যানিশ পুলিশের এমন সন্দেহ কেন? আসলে শুরু থেকেই কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে অবস্থান তার। গার্দিওলা তার এই সমর্থন বারবার প্রকাশ করেছেন খেলার মাঠেও। গত সোমবার এফএ কাপে উইগানের কাছে সিটির হারের ম্যাচে বুকের সঙ্গে হলুদ ফিতা সংযুক্ত করে ডাগ আউটে নেমেছিলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার এল প্রাত বিমানবন্দরে পৌঁছার পর গার্দিওলার বিমানে তল্লাশি চালায় সিভিল গার্ড। এ সময় বিমানে গার্দিওলার স্ত্রী ও সন্তান ছাড়া কাউকে পাওয়া যায়নি।

তবে স্পেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরকম তল্লাশি তারা নিয়মিতই করে থাকেন। গার্দিওলা তার পরিবার নিয়ে বিমানে ছিলেন, সেটা জানা ছিল না কর্তৃপক্ষের।

Advertisement

এমএমআর/পিআর