নওগাঁ জেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে যুবলীগের কমিটি স্থাগিত করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. আশরাফ হোসেন নবাব এ ঘোষণা দেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ১৮ জুলাই দুপুরে জেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শহরের লাইব্রেরী পট্টিতে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। আর ওই সংঘর্ষের জেরে জেলা কমিটি স্থগিত করা হলো।এ ব্যাপরে পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান জানান, জেলা যুবলীগ আহ্বায়ক খোদাদাদ খান পিটুর নেতৃত্বে শতাধিক যুবক এসে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে অফিস ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।জেলা যুবলীগ আহ্বায়ক খোদাদাদ খান পিটু জানান, আগামীতে পৌর মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেয়ায় তার বিরুদ্ধে একটি চক্র উঠে পড়ে লেগেছে। যাতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তিনি আরো বলেন, শুক্রবার দুপুরে শহরের লাইব্রেরী পট্টিতে কে বা কাহার সঙ্গে সংঘর্ষ হয়েছে তা তার জানা নাই। কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে কিনা তাও তার জানা নেই।এ ব্যাপারে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মালেকের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এআরএ/এমআরআই
Advertisement