প্রবাসী সাহিত্য পরিষদের উদ্যোগে কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত সিটির গুলশান হোটেলে এ আলোচনা সভা আয়োজিত হয়।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রবাসী সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি আনিসুর রহমান মিলন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির আসনগ্রহণ করেন প্রবাসী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব।
বিশেষ অতিথি ছিলেন- প্রবাসী সাহিত্য পরিষদের উপদেষ্টা হাজি জুবায়ের আহম্মদ, আব্দুল খালেক চৌধুরী, আশরাক আলী ফেরদৌস, আব্দুল আজিজ হাওলাদার, বর্ণমালা সাংস্কৃতিক সংসদের সভাপতি বাবুল আখতার নূর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি দিদারুল আলম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুল আল ইসলাম, ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা আজাদ মেম্বার।
কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। তেলোয়াত করেন হাফেজ মোখলেসুর রহমান। এরপর সব ভাষা শহীদসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Advertisement
স্বাগত বক্তব্য রাখেন- প্রবাসী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এরপর যথাক্রমে বক্তব্য রাখেন সংগঠক সৈয়দ মিজানুর রহমান, সাঈদুল হক খান, বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা প্রকৌশলী শাহাজাহান, সিনিয়র সহ- সভাপতি রফিকুল ইসলাম, সংগঠক মোরশেদ আলম, মঈন উদ্দীন, সাহাদাত হোসেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাবুল আখতার নূর, কবি সঞ্জীব ভদ্র চন্দন, কবি শেখ এহসানুল হক খোকন, কবি শেখ আব্দুল আহাদ, কবি আনিসুর রহমান মিলন, কবি শেখ মোস্তফা কামাল, কবি আল আমিন রানা, কবি সাঈদুর রহমান সেন্টু, কবি মোখলেসুর রহমান প্রমুখ।
এছাড়া প্রবাসী সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি আনিসুর রহমান মিলনের কাব্যগ্রন্থ নিমিষে রুদ্ধশ্বাস বইটির যৌথভাবে মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, বইটি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।
Advertisement
এমআরএম