দেশজুড়ে

বরিশালে যাত্রীবাহী ৭টি বাসকে জরিমানা

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে ফিটনেস এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  যাত্রীবাহী সাতটি বাসের কর্তৃপক্ষর কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যামাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।  জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মোক্তাদির ও মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আল মোক্তাদির জানান, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী হানিফ পরিবহন ও মেঘনা পরিবহনের সাতটি বাসের পুরোপুরি ফিটনেস নেই।প্রয়োজনীয় কাগজপত্রও নেই ওই বাসগুলোর। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ওই বাস মালিক কর্তৃপক্ষের কাছ থেকে মোট সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। তবে ঈদের পর কর্মস্থলমুখি যাত্রীতে পরিপূর্ণ থাকায় বাসগুলো আটক করা হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।সাইফ আমীন/বিএ/এমআরআই

Advertisement