বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিগত ২০১৪-১৫ অর্থবছরে ৩০৫ কোটি টাকার রাজস্ব আয় করেছে। যা আগের অর্থবছরের চেয়ে ২০ কোটি টাকা বেশি।অন্যদিকে মোট আয়ের মধ্যে যাত্রী পরিবহন বাবদ আয় হয়েছে ১৮২ কোটি টাকা এবং পণ্য পরিবহনে আয় হয়েছে ৬৬ কোটি টাকা। রাজস্ব আদায়ের বিষয়টি উল্লেখ করে পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্তি প্রধান বিপণন ব্যবস্থাপক শাহ নেওয়াজ বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও রেলওয়ে খাতের আয় ধীরে ধীরে বাড়ছে।রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সমন্বয়ে গঠিত পশ্চিমাঞ্চল রেল বর্তমানে রাজধানী সহ বিভিন্ন রুটে ৪৪টি আন্ত:নগর সহ মোট ৯১টি ট্রেন পরিচালনা করছে। পাশপাশি বিভিন্ন স্বল্প দূরত্বে ১২টি কমিউটার বাস শাটল ট্রেন চলাচল করছে।তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী সামাল দিতে রেলওয়ের কর্মীদের হিমশিম খেতে হয়। ইতিমধ্যে যাত্রীদের সুবিধার্থে ২৭টি রেল স্টেশনকে আধুনিক কম্পিউটারাইজড সিট রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে।তিনি আরো বলেন, অকার্যকর (বন্ধ) স্টেশনগুলো চালু করা গেলে রেলওয়ের আয় আরো বাড়বে। এ ব্যাপারে এ অঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট বেলাল উদ্দিন বলেন, জনবলের ঘাটতি সহ বিভিন্ন সমস্যার কারনে মোট ১৬৯টি স্টেশনের মধ্যে ৯৪টি অনেকদিন ধরেই চালু নেই। উদাহরণ হিসেবে, তিনি ছয়টি মেইল ট্রেন ও ২৫টি লোকাল ট্রেন চালনা বন্ধের কথা উল্লেখ করেন।এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেল-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী খায়রুল আলম বলেন, জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই বন্ধ স্টেশনগুলো চালু হবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, রেলওয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সম্পন্ন হলে এ খাতে কাঙ্ক্ষিত উন্নয়নের পাশপাশি রাজস্ব আয়ও বাড়বে।এসএইচএস/আরআইপি
Advertisement