প্রবাস

মালয়েশিয়ায় জুয়া খেলা পরিচালনার সন্দেহে বাংলাদেশি আটক

অবৈধ লটারি বিক্রি ও জুয়া খেলা পরিচালনা করার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে দেশটির সেলাঙ্গর পুলিশ ৷ বাকি দুজনের পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে ক্যালকুলেটর, ডাটা প্রিন্টার, মোবাইল ফোন এবং নগদ ৩১১ রিঙ্গিত জব্দ করা হয়েছে ৷

Advertisement

সেলাঙ্গর অ্যান্টি ভাইস, গেমিং এবং সিক্রেট সোসাইটিস বিভাগের (ডি-৭) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ সেলাঙ্গর ডি-৭-এর প্রশাসনের সহকারী অধ্যাপক নূরহিজাম বাহামান জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ৪টার দিকে শাহ আলমের তামান শ্রীমুদা এবং জালান সেরাই ওয়াঙ্গিজ এই দুই জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷ পুলিশ তিনটি জায়গাতে লটালির নম্বর মুদ্রিত কাগজপত্র পেয়েছে, যা প্রমাণ হিসেবে সংগ্রীহিত আছে ৷

পুলিশ জানিয়েছে, আটকদের পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকায় প্রচলিত গ্রেমব্লিং ১৯৫৩ এর ধারা ৪-এ (এ) এর অধীনে তদন্ত করা হচ্ছে ৷

জেডএ/আইআই

Advertisement