মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় শুক্রবার পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Advertisement
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মিয়া জাহানকে প্রধান করে ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে এতে কোনো হত্যাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সারাদেশের সঙ্গে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।
আরএআর/আইআই
Advertisement