বই পড়া কার্যক্রমে কৃতিত্বের জন্য বরিশাল নগরীর ৩৩টি স্কুলের এক হাজার ৮১২ জন স্কুল শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। শুক্রবার সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Advertisement
আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গত ৪০ বছর ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে। বর্তমানে দেশের ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির সদস্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, গ্রামীণ ফোন বরিশাল সার্কেলের হেড অব মার্কেটিং দ্বীপেশ কুমার দাশ এবং বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
২০১৭ সালে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচিতে এই শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেয়ায় তাদের বই উপহার দিয়ে পুরস্কৃত করে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
Advertisement
সাইফ আমীন/আরএআর/আইআই