রাজনীতি

খালেদার দীর্ঘ কারাবাসে দায়ী বিএনপি নেতৃবৃন্দ

বিএনপির নেতৃবৃন্দই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার দীর্ঘ কারাবাস চায় দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির আইনজীবীদের কারণেই বেশি দিন কারাগারে থাকতে হচ্ছে বিএনপি নেত্রীকে।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির আইনজীবীরা যথাসময়ে খালেদা জিয়ার রায়ের কপির জন্য আবেদন করেনি। এমনকি খালেদা জিয়ার ডিভিশনের ব্যাপারে তারা দুই দিন পরে আবেদন করেছে। তাদের ডিলেটারির কারণেই খালেদার মুক্তিতে বিলম্ব হবে।

একাদশ নির্বাচন নিয়ে কামরুল বলেন, নির্বাচন নিয়ে কারো সঙ্গে আলাপ, আলোচনা হতে পারে না। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

Advertisement

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের নামে সাধারণ জনগণের সহানুভূতি অর্জন করতে চাচ্ছে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, যেকোনো মুহূর্তে ভয়ানক রুপ ধারণ করে পারে বিএনপি’র আন্দোলন। এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্মরণ সভায় আরও বক্তৃতা করেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় প্রমুখ।

জেইউ/এআরএস/পিআর

Advertisement