আন্তর্জাতিক

পাকিস্তানের ওপর নাখোশ ট্রাম্প

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Advertisement

হোয়াইহ হাউস আরও বলছে, প্রথমবারের মতো এর জন্য পাকিস্তানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

গেল আগস্টে ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ে যে নীতি ঘোষণা করেছিলেন সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব বলেন রাজ শাহ।

Advertisement

রাজ শাহ বলেন, আফগানিস্তানে আমরা আমাদের মিত্রদের সাথে কাজ করছি। আইএসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আমরা তাদের ঘাঁটি থেকে শত শত জঙ্গিকে সরিয়ে দিয়েছি। তাদের শীর্ষ নেতারা নিহত হয়েছেন।

পৃথক এক সংবাদ সম্মেলনে পেন্টাগন বলেছে, ট্রাম্পের দক্ষিণ এশীয় নীতি পাকিস্তানের জন্য একটা সুযোগ।

এনএফ/পিআর

Advertisement