খেলাধুলা

নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেলেন গুনারত্নে

ডান হাতের চোটে ঘরের মাঠে আসন্ন নিদাহাস টি-টোয়েন্টি ট্রফি থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান আসেলা গুনারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সফরে ফিল্ডিং অনুশীলনের সময় যে চোট পেয়েছিলেন, সেটির কারণেই আসন্ন সিরিজে মাঠের বাইরে থাকতে হবে গুনারত্নেকে।

Advertisement

বাংলাদেশ সফরটা দুর্দান্ত কেটেছে শ্রীলঙ্কার। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও জিতেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে দল এত ভালো করলেও গুনারত্নে ব্যাট হাতে তেমন ঝলক দেখাতে পারেননি। ওয়ানডের চার ইনিংসে সবমিলিয়ে মাত্র ৩৫ রান করেন তিনি।

শ্রীলঙ্কা দলে চোট সমস্যা শুধু গুনারত্নেরই নয়। হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশ সফরের বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি এখনও পুরোপুরি সেরে উঠেননি। হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়ছেন পেসার শেহান মধুশঙ্কাও। আর ব্যাটসম্যান কুশল পেরেরা তো দলের বাইরে জানুয়ারি মাস থেকেই।

বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কাকে নিয়ে নিদাহাস টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৬ মার্চ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত।

Advertisement

এমএমআর/পিআর