প্রবাস

মিলানো লোম্বার্দিয়ায় আওয়ামী লীগের মাতৃভাষা দিবস পালন

মিলানো লোম্বার্দিয়া আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল ও মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রবাসীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Advertisement

মিলানো সেন্টার স্টেশন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে পুষ্প অর্পণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের কনসাল রেজিনা আহমেদ। এরপর লোম্বার্দিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমীক লীগ, পেশাজীবী লীগ, মিলান বাঙলা প্রেসক্লাবসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

লোম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও সিনিয়র নেতা আকরাম হোসেন ভাষা আন্দোলনের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এ সময় তারা ভাষা শহীদদের স্মরণ করেন।

মাতৃভাষা দিবস উদযাপনের তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, মোহাম্মদ হানিফ শিপন, সরোয়ার হোসেন মোল্লা, জামিল আহমেদ, খোরশেদ আলম, মঞ্জুর হোসেন সাগর, চঞ্চল রহমান, খান রহমান, তুহিন মাহমুদ, খান রিপন, আরফান শিকদার, মামুন হাওলাদার, মুনছুর খালাসী, খান মামুন, তোফায়েল আহমেদ খান তপু, হাজী শাহ আলম, রিয়াজুল ইসলাম কাওছার, সাইয়াদুর রহমান, শফিউদ্দিন শফি প্রমুখ।

Advertisement

আরএস/পিআর