প্রবাস

প্যারিসে স্থায়ী শহীদ মিনারের দাবি প্রবাসীদের

স্থায়ী শহীদ মিনারের দাবি জানিয়েছে প্যারিস প্রবাসীরা। একুশ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। জাতির গৌরবের এই স্মৃতির শহীদ মিনার বাংলাদেশ ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারত, যুক্তরাজ্য, লন্ডন, রোম, টোকিও, টরেন্টো, সিডনি, আমেরিকা, দক্ষিণ কোরিয়াসহ নানা দেশে।

Advertisement

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্যারিসে গত ১৮ বছরেও দ্বি-পক্ষীয় উদ্যোগের অভাবে স্থায়ী শহীদ মিনার তৈরি হয়নি। প্রবাসীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে শহীদ মিনার বানিয়ে একুশ উদযাপন করে থাকে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি...গানটি গেয়ে ১৯৫২ সালের ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব শহীদকে স্মরণ করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা।

এ উপলক্ষে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে ইউনেস্কো সদর দফতরেও সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement

২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টায় প্যারিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এরপর শহীদদের সম্মানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় প্যারিসস্থ বাংলাদেশ দুতাবাস, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবা,প্যারিস বাংলা প্রেস ক্লাব, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ) নেতারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স বাংলা প্রেস ক্লাব,বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), ফ্রঁসে আবেগ রাব্বানী, বাংলাদেশ ইয়ুথ ক্লাব, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা, জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখা, যুবলীগ ফ্রান্স শাখা, যুবদল ফ্রান্স শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, ইউরোবাংলা টেলিভিশন, ফ্রেন্ডশিপ গ্রুপ ফ্রান্স, ফেনী সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন, সচেতন যুব সমাজ প্যারিস, উত্তরবঙ্গ সমাজকল্যাণ সমিতি, অনলাইন সংলাপ পাঠক মেলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, নোয়াখালী মানবকল্যাণ পরিষদ, কুলাউড়া অ্যাসোসিয়েশন, অক্ষর, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, সারগাম শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা যুব সমিতি, বরিশাল বিভাগ অ্যাসোসিয়েশনসহ প্রায় শতাধিক বাংলাদেশি সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

মোসাদ্দেক হোসেন সাইফুল/এমআরএম/জেআইএম

Advertisement