ধর্ম

খাগড়াছড়ি জেলা ইজতেমা শুরু : মোনাজাত শনিবার

জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। মহান আল্লাহর নৈকট্য লাভে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যমে শেষ হবে এ ইজতেমা।

Advertisement

খাগড়াছড়ি জেলা সদরের অদুরে জিরোমাইল এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানে খাগড়াছড়ির ৯ উপজেলার অন্তত পাঁচ হাজার মুসল্লীর সমাগম ঘটেছে বলে আয়োজক সুত্রে জানা গেছে।

ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লীদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগের মুরব্বিরা তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় গুরুত্বপুর্ণ ঈমানি বয়ান পেশ করবেন।

Advertisement

এদিকে ইজতেমাকে ঘিরে তাবলীগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইটি পুলিশ বক্স বসানো হয়েছে। যারা ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএমএস/আইআই