দেশজুড়ে

বগুড়ায় পিস্তলসহ আ.লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ায় চারটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন ১৪ রাউন্ড তাজা গুলিসহ আওয়ামী লীগ নেতা শুভসহ আওয়ামী লীগ-যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী এসব তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন, শহরের ধাওয়াপাড়া (নাটাইপাড়া), এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে জামিল উদ্দিন ওরফে শুভ (৩৫), শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল হাদী (৫৩), ধাওয়াপাড়ার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে রাজিব সুলতান (২১), মৃত ওয়াহেদ বকসের ছেলে মনিরুজ্জামান মনির (২০), সদরের দক্ষিণ ধাওয়া গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে রানা (৪২), এবং মাদলা (চাচাই তারা) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সুরুজ মিয়া (৩২)।গ্রেফতারকৃত শুভ আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত ছিলেন। এখন বিভিন্ন স্থানে নিজেকে শহর আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেয়। এছাড়া বিভিন্ন সময় শহর আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে ব্যানার ফেস্টুন ও পোস্টারও বের করে।এ বিয়য়ে বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন জানান, শহর আওয়ামী লীগের এখনো কোন কমিটি হয়নি। তবে শুভ তাদের দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়। এর আগে তিনি সেচ্ছাসেবকলীগ করতেন।এছাড়া আব্দুল হাদী জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন স্থানে যুবলীগ নেতা পরিচয় দিয়ে থাকে। একই ভাবে এলাকায় পোস্টারও বের করেছে। এ বিষয়ে জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ জানান, হাদী তাদের দলীয় কর্মকাণ্ডে আগে অংশ নিতো। সম্প্রতি তাকে আর দেখা যায়না। তবে তার কোন পদ নেই। গ্রেফতারকৃত অন্যরাও জেলা যুবলীগ ও শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছেন অনেকেই।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জামিল আহম্মেদ শুভর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রাইভেটকারে গাবতলীতে কিলিং অপারেশনে গেছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা এলাকায় ওঁৎ পেতে থাকে।রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা গাবতলী থেকে ফেরার পথে গোয়েন্দা পুলিশ তাদের গতিরোধ করে প্রাইভেটকারে থাকা আওয়ামী লীগ নেতা শুভ ও তার সহযোগী যুবলীগ নেতা আব্দুল হাদীসহ অন্যান্যদের গ্রেফতার করে। এ সময় শুভর কোমরে দুটি গুলিভর্তি পিস্তল, হাদী ও রানার কোমরে একটি গুলি ভর্তি নাইন এমএম পিস্তল উদ্ধার করে।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, রাতে শুভ বাহিনী গাবতলী উপজেলার পুরানবাজারে একটি দোকানে বসে মদ পান করছিলো। রাতে তাদের একটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা ছিলো। কিন্তু মদ্যপ অবস্থায় শুভ তার কোমর থেকে পিস্তল বের করে এক রাউন্ড গুলি ছুড়লে তাদের উপস্থিতি পুলিশ টের পেয়ে যায়। এরপর তার নেতৃত্বে ফাঁদ পেতে ছাতিয়ানতলায় অস্ত্রসহ এ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শুভ একজন পেশাদার কিলার। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও ভূমি দখল, হাট দখল, টেন্ডারবাজি, ছিনতাই, চাঁদাবাজি ছিলো তার অর্থ উপার্জনের বড় ক্ষেত্র। এলাকায় তাকে চাঁদা না দিয়ে কেউই বাড়িঘর কেনাবেচা করতে পারতো না। তার শতাধিক সন্ত্রাসী নিয়ে তৈরি করা বাহিনী এলাকায় এসব অপকর্ম চালিয়ে যেতো দীর্ঘদিন থেকে।বর্তমানে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা। বিগত ২০০৯ সঙ্গে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সংলাপ নামের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শুভ। এরপর ২০১০ সালে গুলি ও কুপিয়ে হত্যা করে সাবগ্রান ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসিম ও যুবলীগ কর্মী রঞ্জুকে। এ হত্যাকাণ্ডের মাধ্যমেই এলাকার নিয়ন্ত্রণ চলে আসে শুভ বাহিনীর হাতে।সর্বশেষ ২০১৩ সালে খোকন নামের একজনকে কুপিয়ে খুন করে শুভ। এছাড়াও চাঁবাজির তিনটি ও একটি অপহরণ মামলা রয়েছে তার বিরুদ্ধে। এতো কিছুর পরেও আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতেন তিনি। তার ডান হাত বলে বর্তমানে পরিচিত ছিলো হাদি। পেশাদার কিলার হাদির বিরুদ্ধেও হত্যাসহ ৭/৮টি মামলা রয়েছে।বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র-গুলি রাখার অভিযোগে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।লিমন বাসার/এআরএ/আরআই

Advertisement