আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলায় ছোটদের বই ‘ভূতের রাজা গ্রেফতার’ নিয়ে এসেছে ছোটদের প্রকাশনা সংস্থা সপ্তডিঙা। সাংবাদিক ও আইনজীবী মিয়া হোসেনের লেখা গল্পগ্রন্থটি বাচ্চাদের জন্য শিক্ষণীয় একটি ব্যতিক্রমী বই।
Advertisement
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশেল শিশু চত্বরে সপ্তডিঙার ৫৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের মূল্য ১৬০ টাকা। এছাড়াও বাংলা একাডেমি অংশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬৭ নম্বর স্টলেও রয়েছে বইটি।
ভূতের রাজ্যের রাজা সেখানকার স্কুলের বাচ্চাদের ওপর নানাভাবে নির্যাতন করে আসছে। তা থেকে পরিত্রাণের জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের ক্লাস ফোরের ছাত্র রবিন রাজাকে গ্রেফতার করানোর যাবতীয় ব্যবস্থা করে। ফলে রাজা গ্রেফতার হয়। বাচ্চারা নির্যাতন থেকে মুক্তি পায়। এভাবেই বইটির গল্প রচিত হয়েছে।
গত বইমেলায় মিয়া হোসেনের সাংবাদিক অধিকার বিষয়ক বই ‘রাইট টু প্রেস’ বেশ সাড়া জাগিয়েছিল।
Advertisement
এআরএস/আইআই