দেশজুড়ে

আখাউড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই ট্রেনের হাজারো যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দুই হাজার যাত্রী। বুধবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনে একই লাইনে সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও আখাউড়ামুখী বাল্লা লোকাল ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। পরে ট্রেন দুটি প্রায় একশ গজ দূরে এসে থেমে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোয়া একটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইনে ঢুকতে থাকতে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও ভৈরব থেকে ছেড়ে আসা আখাউড়াগামী বাল্লা লোকাল ট্রেন। এ সময় কেবিনে কর্মরত ইয়ার্ড ফোর ম্যান আইয়ুব আলী দ্রুত লাল পতাকা হাতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে থামার জন্য সংকেত দেন। সংকেতের বিষয়টি দুটি ট্রেনের চালকই বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চালক মো. আবুল খায়ের জানান, সংকেত পেয়েই তিনি দুই নম্বর লাইনে ট্রেনে ঢুকিয়েছেন। পরে এ একই লাইনে আরেকটি ট্রেন আসতে দেখে তিনি ট্রেন থামিয়ে দেন।তবে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. বদিউজ্জামান জানান, বাল্লা লোকাল ট্রেনের চালক সংকেত অতিক্রম করে ঢুকে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো হাতাহতের ঘটনা ঘটেনি।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই

Advertisement