প্রবাস

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় একুশ উদযাপন

রাজধানী রোমে একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের সম্মান জানানো হয়।

Advertisement

প্রবাসে শত ব্যস্ততার মাঝেও ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে লারগো প্রেনেসত নামক অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যা শুরু হতেই বাংলাদেশিদের মাঝে একুশের চেতনাবোধ জাগতে শুরু করে। অন্ধকার যত বাড়তে থাকে ততই বাংলাদেশিদের অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল নামতে থাকে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি... এ গানে সবার মাঝে নীরবতা লক্ষ করা গেছে। আবেগে ফেটে পড়ে বাংলাদেশিরা।

লারগো প্রেনেস্টে পার্কে রাত ৯টায় ভাষা শহীদদের প্রতি দোয়া প্রার্থনা করা হয়। পরে বিভিন্ন কণ্ঠশিল্পীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত এবং একুশের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদাকালো পোশাকে খালি পায়ে শিশির সিক্ত পথ মাড়িয়ে আবাল বৃদ্ধ বনিতা আসতে শুরু করেন রোমের অস্থায়ী শহীদ মিনারে

Advertisement

বিভিন্ন পেশা শ্রেণির মানুষসহ প্রশাসন ও সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। ইতালির সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতির তত্ত্বাবধানে ও একুশ উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজনে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদদের সম্মানে বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন।

এ সময় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় একুশ উদযাপন পরিষদ বাংলাদেশ সমিতি ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি, ঢাকা জেলা সমিতি, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংকার সমিতি, ফরিদপুর জেলা সমিতি, বৃহত্তর সিলেট যুব সংঘ রোম, নোয়াখালী জেলা সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি, পাবনা জেলা সমিতি, মানিকগঞ্জ জেলা সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, প্রবাস কথা ইতালি, সানপাওলো সামাজিক সংগঠন, ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন, ধুমকেতু আওয়ামী সমর্থক গোষ্ঠী, ধূমকেতু বিএনপি সমর্থক গোষ্ঠীসহ অন্যান্য সংগঠন।

এমআরএম/জেআইএম

Advertisement