বিনোদন

ইউটিউবে জনপ্রিয়তায় শীর্ষে জোভান-মেহজাবীনের ‘বেস্ট ফ্রেন্ড’

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে টিভিতে প্রচারিত বেশকিছু নাটকের অন্যতম আলোচিত নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া পেয়েছে।

Advertisement

ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে নাটকটি আজ বুধবার এক নম্বরে পৌঁছেছে। ৬ দিনে এর ভিউ হয়েছে ১৩ লাখেরও বেশি। এর আগে টানা ৪দিন নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে ছিল।

পরিচালক প্রবীর রায় চৌধুরী বলেন, ‘বেস্ট ফ্রেন্ড’ ভালোবাসা দিবসের দিন টিভিতে প্রচারের পরপরই ইউটিউবে ছাড়া হয়। তখন থেকেই প্রচুর ফিডব্যাক পাচ্ছি। আজ (বুধবার) ইউটিউব জনপ্রিয়তায় আমার নাটকটি এক নম্বরে চলে এলো। আমি বেশ আনন্দিত।

নাটকটির গল্পে দেখা যাবে এক বন্ধুর মাধ্যমে শুভ ও ফারিয়ার পরিচয়। অল্প সময়েই সেটি রূপ নেয় ভালো বন্ধুত্বে। একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যান। হঠাৎ ফারিয়ার জীবনে আগমন ঘটে নতুন একজনের। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারিয়া। তখন শুভ উপলব্ধি করেন সেও ফারিয়াকে ভালোবেসে ফেলেছেন। এই নিয়ে তিনজনের মধ্যে শুরু হয় টানাপোড়েন।

Advertisement

নাটকে শুভ চরিত্রে জোভান ও ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। আরও অভিনয় করেছেন আজাদ, নবী, লামিয়া, ইলমা ও সেতু। ‘বেস্ট ফ্রেন্ড’-এ রয়েছে দুটি গান। পিরান খানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন তানভির ইভান।

এলএ/এআরএস/জেআইএম