দেশজুড়ে

খাগড়াছড়িতে ফের ইউপিডিএফ কর্মী খুন

খাগড়াছড়ির দীঘিনালায় দু’পক্ষের গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ সদস্য সাইন চাকমা ওরফে সুপার (২৩) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালার জামতলির ছাত্রাবাস এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

এর আগে রাঙাপানিছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী দিলীপ কুমার চাকমা নিহতের সপ্তাহ পার না হতেই েএ ঘটনা ঘটল।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে প্রসতি বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বুধবার দুপুরের দিকে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা সেলের প্রধান নিরন চাকমা গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ ঘটনাকে কাপুরুষোচিত দাবি করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

Advertisement

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সকালের দিকে দীঘিনালার দুর্গম এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আইআই