বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। বাঁ-পায়ের জাদুতে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে করেন গোলের পর গোল। তবে এই মেসিই চেলসিকে পেলে কেমন জানি গুটিয়ে যান। আগের আটবারের দেখায় একবারও বল জালে জড়াতে পারেননি এই তারকা।
Advertisement
অবশেষে চেলসির বিপক্ষে গোলের ক্ষরা কাটালেন লিওনেল মেসি। শুধু নিজের গোলক্ষরাই না দলকেও এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ ড্র। স্ট্যামফোর্ড ব্রিজে দু'দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
চেলসির মাঠে বার্সার পরিসংখ্যান ভালো না হলেও মঙ্গলবার ম্যাচে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সা। তবে ধারার বিপরীতে ৬২ মিনিটে উইলিয়ানের গোলে লিড নেয় চেলসি। আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক সমর্থকরা।
ম্যাচের ৭৫ মিনিটে অভিজ্ঞ ইনিয়েস্তার সহায়তায় গোল করেন লিওনেল মেসি। সমতায় ফেরে বার্সেলোনা। চেলসির হয়ে এটিই প্রথম গোল মেসির। শেষ পর্যন্ত ম্যাচে আরো গোল হয়নি। ড্র নিয়ে তাই শেষ হয়েছে হাইভোল্টেজ এ লড়াই।
Advertisement
এমআর/পিআর