জাতীয়

উচ্চ আদালতে বাংলা ব্যবহারের আরও উদ্যোগ নেব : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, উচ্চ আদালতে বাংলার আরও বেশি ব্যবহারের উদ্যোগ নেব। উচ্চ আদালতের রায় এখন বাংলায় হচ্ছে। অন্যান্য বিষয়ও বাংলা করা সম্ভব।

Advertisement

বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, উচ্চ আদালতের সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার চালু করা উচিত। প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের মানসিকতা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব। এ সময় প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এইচএস/জেএইচ/পিআর

Advertisement