দেশজুড়ে

বাবার কাছে নতুন জুতা চেয়ে না পেয়ে আত্মহত্যা

বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে বাবা কাছে এক জোড়া নতুন জুতার বায়না করেছিল স্কুলছাত্র মাহতাব উদ্দিন খালেদ (১৫)। কিন্তু বাবা মনির উদ্দিন খালেদ ঠিক সময়ে ছেলের আবদারটি পূরণ করেননি।

Advertisement

ফলে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহতাব। মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারয়িাঘোনা মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

মাহতাবের জেঠা চকরিয়া সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ জানান, তার ছোট ভাই মনির উদ্দিন খালেদের ছেলে মাহতাব বন্ধুদের সঙ্গে বেড়ানোর জন্য বাবার কাছে এক জোড়া নতুন জুতা চেয়েছিল। ছেলেকে বলছিল পরে কেনে দেবে। কিন্তু মাহতাব সময়মতো জুতা না পাওয়ায় অভিমান করে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

চকরিয়া থানা পুলিশের এসআই এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বাড়ির নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে মাহতাব। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

সায়ীদ আলমগীর/এএম/পিআর