প্রশাসনে তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আদেশ জারি করা হয়েছে। এর আগে তারা অতিরিক্ত সচিব, ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
Advertisement
পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন- নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) মো. আব্দুল হান্নান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার।
সচিব হচ্ছেন কোন মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৭ জন।
Advertisement
আরএমএম/জেএইচ/পিআর