কৌতুক- এক : এ বয়সে মেয়েদের দিকে তাকাবেএক তরুণ সৈনিক প্রথম ছুটি কাটাতে বাবা-মায়ের কাছে এলো। এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মনোযোগের সঙ্গে দেখছে, চারটা মেয়ে হেঁটে যাচ্ছে গল্প করতে করতে।
Advertisement
বাবা-মা দৃশ্যটা দেখে ভাবলেন, ছেলে বড় হয়েছে- এ বয়সে মেয়েদের দিকে তাকাবে, সেটাই স্বাভাবিক।
মেয়েগুলো দৃষ্টির বাইরে চলে গেলে সৈনিকটি বাবা-মায়ের দিকে ঘুরে বলল, ‘চার জনের মধ্যে একজনের কদম মিলছে না!’
> আরও পড়ুন- আজকের কৌতুক : ফার্ম হাউজে সুন্দরী বিধবা
Advertisement
****
কৌতুক- দুই : নিজের করা খাদে নিজের পামালিক : আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো, সেগুলো কে কিনলো?কর্মচারী : লিয়াকত সাহেব।মালিক : গত বছরের পাঁচ কেজি আটা?কর্মচারী : লিয়াকত সাহেব।মালিক : আর মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?কর্মচারী : লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।মালিক : বলিস কি? তার বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
আরও পড়ুন- আজকের কৌতুক : বুক চিড়ে কলিজা হাতে নিতে পারি
****
Advertisement
কৌতুক- তিন : নিউ ফোল্ডার নামের ফোল্ডারটা দেখপ্রথম বন্ধু : তোর পিসিতে তো অনেকগুলো ‘ফাইনাল’ ফোল্ডার! মোস্ট ফাইনাল, চরম ফাইনাল, একদম ফাইনাল, সত্যি ফাইনাল— কোনটাতে দেখব?দ্বিতীয় বন্ধু : এর কোনোটায় না! নিউ ফোল্ডার নামের ফোল্ডারটা দেখ, ওখানেই ফাইনাল রিপোর্টটা আছে।
এসইউ/এমএস