জাতীয়

সিনিয়র সহকারী সচিব হলেন ১৭৫ কর্মকর্তা

প্রশাসনের ১৭৫ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করা হয়েছে।

Advertisement

আদেশে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাদের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ অনুযায়ী সিনিয়র স্কেল পদে পদোন্নতি দেয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘মূলত ১৭৫ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।’

পদোন্নতিপ্রাপ্তদের বেশির ভাগ বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের কর্মকর্তা বলেও জানান তিনি।

Advertisement

দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে কর্মরত ১৬৫ জন কর্মকর্তার জন্য একটি আদেশ এবং প্রেষণ বা শিক্ষাজনিত ছুটিতে থাকা ১০ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা : তালিকা ১ তালিকা ২

আরএমএম/এসএইচএস/আরআইপি

Advertisement