আন্তর্জাতিক

তেলাপোকা প্রদর্শনী!

অসাধ্য সাধনের চেষ্টা করছে জাপানের একটি চিড়িয়াখানা। তেলাপোকা প্রদর্শনীর মাধ্যমে প্রাণীটির ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টা করছেন তারা।দেশটির পশ্চিমাঞ্চলের শুনানশি তোকুইয়ামা চিড়িয়াখানার এক স্টাফ জানান, তেলাপোকার খারাপ ভাবমূর্তি রয়েছে। কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে।চিড়িয়াখানায় মাদাগাস্কার হিসিং ককরোচ প্রদর্শিত হচ্ছে। এগুলো উড়তে পারে না। তবে ‘হিস’ শব্দ করতে পারে। এগুলো ৭ সেন্টিমিটার (আড়াই ইঞ্চ) পর্যন্ত দীর্ঘ হতে পারে।চিড়িয়াখানার এক নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তেলাপোকা সম্পর্কে মানুষের বিরূপ ধারণা রয়েছে। কিন্তু তারা ফুড চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এসএইচএস/আরআইপি

Advertisement